সিলসিলায়ে আলীয়া চিশতিয়ার মহান ইমাম খাজায়ে খাজেগান সুলতানুল হিন্দ হযরত সায়্যিদুনা খাজা গরীবে নেওয়াজ হাসান সন্জরী (র), মদীনা মুনাওয়ারায় গমন করলে সেখানে সায়্যিদুল মুরসালীন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামীন (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এর পক্ষ থেকে তিনি সুসংবাদ লাভ করলেন: “হে মুঈনুদ্দীন! তুমি আমার দ্বীনের সাহায্যকারী! তোমাকে ভারতবর্ষের বেলায়ত দান করা হল । তুমি আজমীর চলে যাও। তোমার অবস্থানের কারণে আজমীরবাসীদের বেদ্বীনি দূর হয়ে যাবে; ইসলামের আলো ছড়িয়ে পড়বে। (সিয়ারুল আকতাব, ১২৪ পৃষ্ঠা)
Reviews
There are no reviews yet.