বিখ্যাত গ্রন্থ ‘আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ’ সম্পর্কে ওলামাগণের বক্তব্য:
আল্লামা শায়খ ইবনে ঈমাদ হাম্বলী (ওফাত. ১০৮৯ হি.) এ কিতাবের প্রশংসা করে লিখেন-
وهو كتاب جليل المقدار، عظيم الوقع، كثير النّفع، ليس له نظير في بابه،
-আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ একটি মহিমান্বিত বড়ো ধরনের প্রভাব বিস্তারকারী ও বহু উপকার দানকারী কিতাব। হুযূর (ﷺ)’র সিরাত বিষয়ে এর তুলনাই হয় না।’’ (আল্লামা ইবনে ঈমাদ, শাজারাতুয যাহাব, ১০/১৭০ পৃ. দারু ইবনে কাসির, দামেস্ক, বয়রুত, প্রথম প্রকাশ. ১৪০৬ হি.)
এ গ্রন্থের প্রশংসায় আল্লামা হাজী খলিফা (ওফাত. ১০৬৭ হি.) লিখেন-
وهو: كتاب جليل القدر، كثير النفع. ليس له نظير في بابه.
-এটি (আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহি) উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব, অধিক উপকারি, এ বিষয়ক গ্রন্থ সমূহের মধ্যে এটির কোন তুলনা হয় না।’’ (আল্লামা হাজী খলিফা, কাশফুল যুনুন, ২/১৮৯৬ পৃ.)
এ গ্রন্থের ব্যাখ্যাকার আল্লামা যুরকানী (ওফাত. ১১২২ হি.) লিখেন-
وله عدة مؤلفات أعظمها هذه المواهب اللدنية، التي أشرقت من سطورها أنوار الأبهة والجلالة، وقطرت من أديمها ألفاظ النبوة والرسالة، أحسن فيها ترتيبًا وصنعًا، وأحكمها ترصيعًا، وكساه الله فيها رداء القبول، ففاقت على كثير مما سواها عند ذوي العقول.
তাঁর (কাসতালানীর) রয়েছে অসংখ্য গ্রন্থ, তন্মধ্যে ‘আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহি’ উৎকৃষ্ট।
‘আল-খাসায়েসুল কুবরা’ বিশ্ববিখ্যাত ইসলামী মনীষি আল্লামা জালালুদ্দীন আবদুর রহমান সূয়ূতী (রাহমাতুল্লাহি আলাইহি)’র একটি বিস্ময়কর রচনা। প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (ﷺ)’র মহোত্তম জীবনের ৩ হাজার ৬ শত মু’জিযা সমূহ (আশ্চর্যজনক দিকগুলো) সম্পর্কিত সহীহ্ বর্ণনার এক অপূর্ব সমাহার এই মহাগ্রন্থটি। হিজরী নবম শতাব্দীর পর সারা দুনিয়াতে সীরাতে নববী (ﷺ)’র যতগুলো পরিপূর্ণ গ্রন্থ রচিত হয়েছে, সেগুলোর মধ্যে এমন গ্রন্থ খুব কমই পাওয়া যাবে যাতে ‘খাসায়েসুল কুবরা’ নামক গ্রন্থটির উদ্ধৃতি দেখা যায় না।
ইমাম মালিক ইবনে আনাস (র) কর্তৃক সংকলিত ‘মুয়াত্তা’ মুসলিম বিশ্বের একটি বিখ্যাত হাদীস গ্রন্থ । হাদীস সংকলনের ইতিহাসে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ ইমামের সংকলনের পূর্বেই এই সংকলনটি প্রকাশিত হয়েছিল এবং ‘ইমাম দারুল হিজরত’ বা ‘মদীনার ইমাম’ নামে বিখ্যাত হযরত মালিক ইবনে আনাস (র) কেবল এই মুয়াত্তার সংকলকই নন, বরং একটি ফেকহি মাযহাবেরও প্রবর্তক বিধায় এই সংকলনটি দেশে দেশে বহুল পঠিত একটি গ্রন্থ। এ কারণে ইমাম বুখারীসহ উচ্চ পর্যায়ের হাদীসের হাফেজ ও ইমামগণ এ সংকলনটির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মুয়াত্তায় ‘সুলাসিয়ত’ বা কেবল তিনজন বর্ণনাকারীর পরেই মহানবী (সা) পর্যন্ত পৌঁছে যাওয়া সনদ থাকায় এটি অনন্য বৈশিষ্ট্যে ভাস্বর। ‘ইবনে উমর থেকে নাফি, তাঁর থেকে মালিক’ এই সনদটি হাদীস শাস্ত্রে সোনালী চেইন’ (আস-সিসিলাতুয যাহাবিয়্যাহ ) নামে খ্যাত
ইমাম মালিক ইবনে আনাস (র) কর্তৃক সংকলিত ‘মুয়াত্তা’ মুসলিম বিশ্বের একটি বিখ্যাত হাদীস গ্রন্থ । হাদীস সংকলনের ইতিহাসে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ ইমামের সংকলনের পূর্বেই এই সংকলনটি প্রকাশিত হয়েছিল এবং ‘ইমাম দারুল হিজরত’ বা ‘মদীনার ইমাম’ নামে বিখ্যাত হযরত মালিক ইবনে আনাস (র) কেবল এই মুয়াত্তার সংকলকই নন, বরং একটি ফেকহি মাযহাবেরও প্রবর্তক বিধায় এই সংকলনটি দেশে দেশে বহুল পঠিত একটি গ্রন্থ। এ কারণে ইমাম বুখারীসহ উচ্চ পর্যায়ের হাদীসের হাফেজ ও ইমামগণ এ সংকলনটির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মুয়াত্তায় ‘সুলাসিয়ত’ বা কেবল তিনজন বর্ণনাকারীর পরেই মহানবী (সা) পর্যন্ত পৌঁছে যাওয়া সনদ থাকায় এটি অনন্য বৈশিষ্ট্যে ভাস্বর। ‘ইবনে উমর থেকে নাফি, তাঁর থেকে মালিক’ এই সনদটি হাদীস শাস্ত্রে সোনালী চেইন’ (আস-সিসিলাতুয যাহাবিয়্যাহ ) নামে খ্যাত। এ ধরনের বহু সনদ এই সংকলনে বিদ্যমান।
সুন্নিবাংলা.কম আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী সুন্নি আকিদা ভিত্তিক ইসলামিক ই-কমার্স প্রতিষ্ঠান।
ফ্লাট নং - এ-১, দোতলা মসজিদ এর পাশে, কালামিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
info@sunnibangla.com
(+৮৮০) ১৯৭৭-৭৮৫৬৭৭
(+৮৮০) ১৮৩৯-৫৪৫১৯৬