“আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ’। মহাবিশ্বের মহা প্রভুপালক একথাই বলেছেন দ্বীন বা ধর্মের মূল বিষয় আল্লাহ্র জিকির । এই মূল ভিত্তির উপরেই দাঁড়িয়ে রয়েছে ইসলামের স্তম্ভ চতুষ্টয়— নামাজ, রোজা, হজ্জ ও জাকাত- যেমন রূহের উপর স্থাপিত রয়েছে শরীর। রূহ ছাড়া শরীর মূল্যহীন— তেমনি আল্লাহ্র জিকির ছাড়া মূল্যহীন আমাদের সকল সৎকর্ম।
আল্লাহর জিকির