রাসুলুল্লাহ (সাঃ) ঘোষনা করেন “ আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে” এই তিয়াত্তরটির মধ্যে বাহাত্তরটি বাতিলপন্থী একটি মাত্র দল নাজাতপন্থী-আহলে সুন্নাত ওয়াল জামা’আত। আর ভ্রান্ত দলগুলোর মধ্যে ইসলামের প্রায় শুরু থেকে যে দলটি ইসলামের ঘোর দুশমন হয়ে অন্যতম ভুমিকা পালন করছে, সেটি হচ্ছে শিয়া সম্প্রদায় । যারা জলিলুল কদর সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করে না। বর্তমান বিশ্বে তাদের আকীদা ও কর্মকান্ড বিপুল হারে প্রচারণা ও সম্প্রচার চলছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। পক্ষান্তরে ক্ষীণ হচ্ছে আহলে বায়াত ও সাহাবা-ই-কেরামের প্রতি ভক্তি ও সম্মান। আর তাদের অপতৎপরতার ধারাবাহিকতায় বাংলাদেশে ও এই সম্প্রদায়ের অনুসারী হচ্ছে ও সব ব্যক্তিবর্গ যারা তাদের সম্পর্কে সঠিক ইতিহাস জানে না। তাই শিয়া সম্প্রদায়ের আকীদা ও গোস্তাকী সরলমনা বাংলা ভাষাভাষী মুসলমান উম্মাহর সামনে তুলে ধরা এবং আহলে বায়াত ও সাহাবা-ই-কেরামের প্রতি ভক্তি ও সম্মান সম্পর্কে আলোচনা করা সময়ের দাবী হয়ে দাড়িয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর ভবিষ্যৎবাণী অনুসারে মুসলিম এর ছদ্মবেশে অগনিত দল-উপদলের আর্বিভাব ঘটেছে এবং ভবিষ্যতে ও ঘটতে থাকবে। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মেও ভবিষ্যত বাণী করেছেন, উম্মতের একটি দল সব সময় ইসলামের মুল আকিদা তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাহার সাহাবায়ে কেরামের আকিদা ও আমলের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর ঐ দল হল আহলে সুন্নাত ওয়াল জামা’আত….