আহলে কুরআনের ভ্রান্ত মতবাদ খন্ডনে অনন্য ইসলাম

(2 customer reviews)
0.00৳ 

আহলে কুরআনের ভ্রান্ত মতবাদ খন্ডনে

অনন্য ইসলাম

 

মূল – হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী (র:)

অনুবাদ – মাওলানা মুহাম্মদ জিললুর রহমান হাবিবী

প্রকাশনায় : গশ্চি হাবিবীয়া দরবার শরীফ

পরিবেশনা ও মুদ্রণে – জাগরণ ইন্টারন্যাশনাল

ইচ্ছে হলে সাইন আপ করতে পারেন

2 reviews for আহলে কুরআনের ভ্রান্ত মতবাদ খন্ডনে অনন্য ইসলাম

  1. AJIJUR Rahaman

    দিন দিন দেখা যাচ্ছে আহলে কোরআন নামক বিদাআতি ফেরকার লোক বেড়েই চলেছে। তাই সাধারনের সাবধান করতে মুফতি আহমদ খান ইযার নঈমী (রহি:) অনেক আগেই তাদের যুক্তি গুলো খন্ডন করে লিখেছেন
    “আহলে কুরআনের ভ্রান্ত মতবাদ
    খন্ডনে-অনন্য ইসলাম”(উর্দু কি নাম জানি না)

    ।সাথে তাদের প্রতি ছুড়ে দিয়েছে প্রশ্ন হাদিস কেন মানতে হবে
    নিচে কয়েকটি আহলে কোরআনের দলিল খন্ডন করা হল

    ১নম্বর আপত্তি: আল্লাহ্ তা’আলা বলেন-
    ونزلنا عليك الكتاب تبيانا لكل شيئ
    অনুবাদ- হে রাসূল! আমি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছি, যাতে আপনি সকল বিষয়ের বর্ণনা দিতে পারেন। [আন নাহল ৮৯]

    যখন কুরআনই সবকিছু বর্ণনা করে দিল, তাহলে হাদীসের কী প্রয়ােজন?

    আপত্তির খন্ডন: কুরআন শরীফ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য
    সবকিছু স্পষ্ট বর্ণনা করেছে, আমাদের মত অজ্ঞ লােকদের জন্য নয়। তাইতাে
    আল্লাহ্ তা’আলা عليك(আপনার উপর) বলেছেন।
    হে আহলে কুরআন! আপনারা দয়া করে যাকাতের পরিমাণটি কুরআন শরীফ
    থেকে বের করে দেখাতে পারবেন? পারবেন না ।

    ২নং আপত্তি
    () وَلاَرَطَبٍ وَّلاَ يَابِسٍ اِلاَّفِىْ كِتَابٍ ٍ.

    -‘‘এবং শুষ্ক ও আর্দ্র এমন কিছুই নেই, যা উজ্জ্বল ‘কিতাবে’ লিপিবদ্ধ হয়নি।’’

    {সূরাঃ আনআম, আয়াতঃ ৫৯, পারাঃ ৭}

    আপত্তির খন্ডন: নিঃসন্দেহে কুরআন মজীদে সবকিছু আছে, তবে তা বের করার
    জন্য পরিপূর্ণ জ্ঞানের দরকার । যা আল্লাহর প্রিয় হাবিব ছাড়া অন্য কারাে কাছে নেই।
    সমুদ্রের মধ্যে নিশ্চিত মণি-মুক্তা রয়েছে, তবে তা প্রকৃত ডুবুরিই বের করতে পারবে।
    অন্যরা সমুদ্রে ডুবে মারা যাবে। ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, তবে কোনটি কোন
    রােগের ঔষধ তার ব্যবহার বিধি শুধু ডাক্তারই বলতে পারেন। সুতরাং কুরআন
    শরীফে কী আছে নেই, তা হাদীস শরীফ থেকেই জানা যাবে।

    ৩ নম্বর আপত্তি: আল্লাহ তা’আলা বলেন-
    ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
    অনুবাদ- আমি কুরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছি। যখন কুরআনই সব এবং সহজ তাহলে হাদীসের কী দরকার?

    আপত্তি খন্ডন: কুরআন করীম থেকে তথ্য সংরক্ষণ করা সহজ; তবে মাসআলা নির্গত করার জন্য নয়। তাইতাে আল্লাহ তা’আলা বলেছেন للذكر । দেখুন!
    তাওরাত, ইঞ্জিলের কোন হাফেজ নেই। অথচ কুরআন শরীফ একটি ছােট বাচ্চাও মুখস্থ করতে পারে। এখানে সহজ করার অর্থ এটাই। যদি মাসআলা-মাসায়েল নির্গত করার জন্য সহজ হত তাহলে তা’লিমের জন্য নবী করীম
    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন?
    আল্লাহ্ তা’আলা বলেন- নবী-এ আকরাম
    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআন এবং হাদিস শিক্ষা দিবেন। এ জন্য বলা হয়, বড় শিক্ষকই বড় কিতাব পড়ায় ।

    ৪ নম্বর আপত্তি: হাদীস থেকে সাব্যস্ত হয় যে,খােলাফায়ে রাশেদীন লােকদের নিকট লিখিত হাদীসসমূহ সংগ্রহ করে জ্বালিয়ে দিয়েছেন। যদি হাদীস লিখা মঙ্গলজনক হয়, তাহলে জ্বালানাের কী প্রয়ােজন ছিল? আর যখন হাদীস জ্বালিয়েই ফেলা হলাে তাহলে পরবর্তীতে লােকদের থেকে হাদীস পেল কিভাবে?
    খন্ডন জানতে বইটি পড়ুন

    যুক্তি নির্ভর দলীল:

    ১ নম্বর দলিল: স্বয়ং কুরআনের কুরআন হওয়াটা হাদীস থেকেই সাব্যস্ত হয়েছে। আমরা কুরআন নাযিল হতে এবং জিব্রাঈল আলাইহিস সালামকে ওহী নিয়ে আসতে দেখিনি। নবীজি বলেছেন যে, এটা কুরআন আর আমরা কুরআন
    হিসেবে মেনে নিয়েছি। নবীজির এই ফরমানই হচ্ছে হাদীস ।হে হাদীসের অস্বীকারকারীরা! নবীজির হাদীস ছাড়া কুরআনকে কখনাে
    কালামুল্লাহ্ সাব্যস্ত করতে পারবে না ।

    ২ নম্বর দলিল; কুরআন শরীফের সুরা, আয়াত এবং পরিসংখ্যানও হাদীস শরীফ থেকেই সাব্যস্ত। হাদীসকে যদি অস্বীকার করা হয়, তাহলে কিভাবে জানা গেল,
    এটা কুরআন? এবং এর সুরা ও আয়াতসমূহ আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে? হাদীস ব্যতীত অন্য কিছু থেকে জানা গেছে একথা আহলে কুরআনগণ কখনাে সাব্যস্ত করতে পারবেনা।

    ৩ নম্বর দলিল: হাদীসে পাক ছাড়া মুসলমানগণ কখনাে মাযহাব ভিত্তিক জীবন
    যাপন করতে পারবে না। লক্ষ লক্ষ মাসআলা হাদীস শরীফ থেকেই সাব্যস্ত । যা
    কুরআনে পাওয়া যাবে না । আহলে কুরআনরা! তােমরা বলতাে দেখি, কুকুর
    এবং গাধা হারাম হওয়ার আয়াত কোথায় উল্লেখ আছে? তােমাদের উচিৎ কুকুর
    এবং গাধার হারাম গােস্ত খাওয়া। কুরআন শুধু শুকুর, মৃত জীব-জন্তুসহ মাত্র
    তিন/চারটি জন্তু হারাম করেছে। বাকী সব জন্তু হারাম হওয়া হাদীসে পাক
    থেকেই সাব্যস্ত।

    এ ধরনের বই সাধারন কেউ পড়ে ও বুঝতে পারে ফলে ইসলামের জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি হয়। বিদাআতি ফেরকা থেকে সাবধান থাকা য়ায় তাই এগুল প্রচার করুন

    • sunni bangla

      অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, আমরা আপনার অনুরোধ অবশ্যই বিবেচনা করছি। আপনি ও চাইলে আমাদের এখানে পোস্ট করতে পারেন, তবে একমাত্র শর্ত হল সুন্নিয়ত বিরোধী কোন কিছু গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা হলে আমাদের মেইল করতে পারেন। ধন্যবাদ

  2. AJIJUR Rahaman

    দিন দিন দেখা যাচ্ছে আহলে কোরআন নামক বিদাআতি ফেরকার লোক বেড়েই চলেছে। তাই সাধারনের সাবধান করতে মুফতি আহমদ খান ইযার নঈমী (রহি:) অনেক আগেই তাদের যুক্তি গুলো খন্ডন করে লিখেছেন
    “আহলে কুরআনের ভ্রান্ত মতবাদ
    খন্ডনে-অনন্য ইসলাম”(উর্দু কি নাম জানি না)

    ।সাথে তাদের প্রতি ছুড়ে দিয়েছে প্রশ্ন হাদিস কেন মানতে হবে
    নিচে কয়েকটি আহলে কোরআনের দলিল খন্ডন করা হল

    ১নম্বর আপত্তি: আল্লাহ্ তা’আলা বলেন-
    ونزلنا عليك الكتاب تبيانا لكل شيئ
    অনুবাদ- হে রাসূল! আমি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছি, যাতে আপনি সকল বিষয়ের বর্ণনা দিতে পারেন। [আন নাহল ৮৯]

    যখন কুরআনই সবকিছু বর্ণনা করে দিল, তাহলে হাদীসের কী প্রয়ােজন?

    আপত্তির খন্ডন: কুরআন শরীফ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য
    সবকিছু স্পষ্ট বর্ণনা করেছে, আমাদের মত অজ্ঞ লােকদের জন্য নয়। তাইতাে
    আল্লাহ্ তা’আলা عليك(আপনার উপর) বলেছেন।
    হে আহলে কুরআন! আপনারা দয়া করে যাকাতের পরিমাণটি কুরআন শরীফ
    থেকে বের করে দেখাতে পারবেন? পারবেন না ।

    ২নং আপত্তি
    () وَلاَرَطَبٍ وَّلاَ يَابِسٍ اِلاَّفِىْ كِتَابٍ ٍ.

    -‘‘এবং শুষ্ক ও আর্দ্র এমন কিছুই নেই, যা উজ্জ্বল ‘কিতাবে’ লিপিবদ্ধ হয়নি।’’

    {সূরাঃ আনআম, আয়াতঃ ৫৯, পারাঃ ৭}

    আপত্তির খন্ডন: নিঃসন্দেহে কুরআন মজীদে সবকিছু আছে, তবে তা বের করার
    জন্য পরিপূর্ণ জ্ঞানের দরকার । যা আল্লাহর প্রিয় হাবিব ছাড়া অন্য কারাে কাছে নেই।
    সমুদ্রের মধ্যে নিশ্চিত মণি-মুক্তা রয়েছে, তবে তা প্রকৃত ডুবুরিই বের করতে পারবে।
    অন্যরা সমুদ্রে ডুবে মারা যাবে। ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, তবে কোনটি কোন
    রােগের ঔষধ তার ব্যবহার বিধি শুধু ডাক্তারই বলতে পারেন। সুতরাং কুরআন
    শরীফে কী আছে নেই, তা হাদীস শরীফ থেকেই জানা যাবে।

    ৩ নম্বর আপত্তি: আল্লাহ তা’আলা বলেন-
    ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
    অনুবাদ- আমি কুরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছি। যখন কুরআনই সব এবং সহজ তাহলে হাদীসের কী দরকার?

    আপত্তি খন্ডন: কুরআন করীম থেকে তথ্য সংরক্ষণ করা সহজ; তবে মাসআলা নির্গত করার জন্য নয়। তাইতাে আল্লাহ তা’আলা বলেছেন للذكر । দেখুন!
    তাওরাত, ইঞ্জিলের কোন হাফেজ নেই। অথচ কুরআন শরীফ একটি ছােট বাচ্চাও মুখস্থ করতে পারে। এখানে সহজ করার অর্থ এটাই। যদি মাসআলা-মাসায়েল নির্গত করার জন্য সহজ হত তাহলে তা’লিমের জন্য নবী করীম
    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন?
    আল্লাহ্ তা’আলা বলেন- নবী-এ আকরাম
    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআন এবং হাদিস শিক্ষা দিবেন। এ জন্য বলা হয়, বড় শিক্ষকই বড় কিতাব পড়ায় ।

    ৪ নম্বর আপত্তি: হাদীস থেকে সাব্যস্ত হয় যে,খােলাফায়ে রাশেদীন লােকদের নিকট লিখিত হাদীসসমূহ সংগ্রহ করে জ্বালিয়ে দিয়েছেন। যদি হাদীস লিখা মঙ্গলজনক হয়, তাহলে জ্বালানাের কী প্রয়ােজন ছিল? আর যখন হাদীস জ্বালিয়েই ফেলা হলাে তাহলে পরবর্তীতে লােকদের থেকে হাদীস পেল কিভাবে?
    খন্ডন জানতে বইটি পড়ুন

    যুক্তি নির্ভর দলীল:

    ১ নম্বর দলিল: স্বয়ং কুরআনের কুরআন হওয়াটা হাদীস থেকেই সাব্যস্ত হয়েছে। আমরা কুরআন নাযিল হতে এবং জিব্রাঈল আলাইহিস সালামকে ওহী নিয়ে আসতে দেখিনি। নবীজি বলেছেন যে, এটা কুরআন আর আমরা কুরআন
    হিসেবে মেনে নিয়েছি। নবীজির এই ফরমানই হচ্ছে হাদীস ।হে হাদীসের অস্বীকারকারীরা! নবীজির হাদীস ছাড়া কুরআনকে কখনাে
    কালামুল্লাহ্ সাব্যস্ত করতে পারবে না ।

    ২ নম্বর দলিল; কুরআন শরীফের সুরা, আয়াত এবং পরিসংখ্যানও হাদীস শরীফ থেকেই সাব্যস্ত। হাদীসকে যদি অস্বীকার করা হয়, তাহলে কিভাবে জানা গেল,
    এটা কুরআন? এবং এর সুরা ও আয়াতসমূহ আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে? হাদীস ব্যতীত অন্য কিছু থেকে জানা গেছে একথা আহলে কুরআনগণ কখনাে সাব্যস্ত করতে পারবেনা।

    ৩ নম্বর দলিল: হাদীসে পাক ছাড়া মুসলমানগণ কখনাে মাযহাব ভিত্তিক জীবন
    যাপন করতে পারবে না। লক্ষ লক্ষ মাসআলা হাদীস শরীফ থেকেই সাব্যস্ত । যা
    কুরআনে পাওয়া যাবে না । আহলে কুরআনরা! তােমরা বলতাে দেখি, কুকুর
    এবং গাধা হারাম হওয়ার আয়াত কোথায় উল্লেখ আছে? তােমাদের উচিৎ কুকুর
    এবং গাধার হারাম গােস্ত খাওয়া। কুরআন শুধু শুকুর, মৃত জীব-জন্তুসহ মাত্র
    তিন/চারটি জন্তু হারাম করেছে। বাকী সব জন্তু হারাম হওয়া হাদীসে পাক
    থেকেই সাব্যস্ত।

    এ ধরনের বই সাধারন কেউ পড়ে ও বুঝতে পারে ফলে ইসলামের জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি হয়। বিদাআতি ফেরকা থেকে সাবধান থাকা য়ায় তাই এগুল প্রচার করুন

    • sunni bangla

      অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, আমরা আপনার অনুরোধ অবশ্যই বিবেচনা করছি। আপনি ও চাইলে আমাদের এখানে পোস্ট করতে পারেন, তবে একমাত্র শর্ত হল সুন্নিয়ত বিরোধী কোন কিছু গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা হলে আমাদের মেইল করতে পারেন। ধন্যবাদ

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0