বর্তমান যুগ হলো ফিৎনা ফাসাদের যুগ। কুফরী, খোদা দ্রোহী ও বিধর্মীদের অপতৎপরতার লু হাওয়া বইছে। ইসলাম বিরোধী শক্তি গুলোইসলামের মৌলিক বিষয়গুলো ছাড়াও বহু আমল ও ইবাদত সম্পর্কে নানা ভুল তথ্য মুলমানদের মধ্যে ধাঁ ধাঁ ছড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর তারা বিভিন্ন ধরনের কু বাক্য প্রয়োগ করে। কখনো বলে যে, দুয়া প্রার্থনা করার কোন প্রয়োজন নাই আবার কখনো বলে যে দোয়ার সময় হাত উত্তলন করে দুয়া বা প্রাথনা করা বেদায়াত, আবার কখনো বল যে নামাযের পর দোয়া বা প্রার্থনা করা নাযায়েজ, আবার কখনো বলে সম্মিলিত ভাবে দোয়া করার কোনই প্রয়োজন নাই ………………..
There are no reviews yet.