মুসলিম সমাজের খেদমতে অধমের আরজ এই বর্তমান যুগে বিভিন্ন প্রকার দলাদলি ও ফেরকাবন্দী এবং মুসলমানদের ছহীহ আক্বীদা বিকৃতির অপপ্রচেষ্টা চলিতেছে। বিধায় প্রত্যেক দ্বীনদার মুসলমান এবং উদার প্রকৃতির লোকেরা বিভিন্ন ফেৎনা ফাসাদের খপ্পরে পড়িতেছে। বস্তুত এই যুগে ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন ব্যাপার। অধিকিন্তু মুসলমান সমাজের ভিতর আল্লাহর ইবাদত এবং আল্লাহর জিকির হইতে অলসতা প্রকট রূপ ধারণ করিয়াছে। অতঃপর উল্লেখিত সকল বিষয়ের দিকে খেয়াল করিয়া স্বল্পজ্ঞান হেতু অধম দুই-চারটি শব্দ পাঠক সমাজের সম্মুখে পেশ করিলাম, যেন মুসলিম সমাজ ছহীহ আক্বীদা এবং সঠিক পথের সন্ধান পায়। এই কিতাবে প্রত্যেক মাছয়ালা হাদীসের আলোকে প্রমানিত করার চেষ্টা করা হইয়াছে।