সুরা ফাতেহার ভিতরে সাত খানি আয়াত রহিয়াছে ইহার পূর্ণ সওয়াব পূর্ণ কোরআন পাকের সমতুল্য এই কারণে যে এ সুরা পবিত্র নামাজের সুরা, ইহা সমস্ত সুরার মধ্যে সর্ব্বাত্তম সুরা, যা প্রত্যেক রাকাতে পঠিত হয়। এই সুরার নাম ফাতেহা যাহার অর্থ – রহমতের দ্বার উম্মুক্তকারী। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত “ফাতেহাতুল কিতাব” দুই তৃতীয়াংশ কুরআনের সমতূল্য রসুল পাক (সাঃ) ফরমাইয়াছেন সমস্ত কুরআন এক দাড়িপাল্লায় এবং সুরা ফাতেহা আরেক পাল্লায় রাখা হইলে সুরা ফাতেহা সাতগুন বেশী ভারি হইবে। হযরত হাসান বসরী হইতে মনকুল হইয়াছে রসুল পাক (সাঃ) ফরমাইয়াছেন, যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে সে যেন তওরাত ও ইঞ্জিল পাঠ করিল