এ গ্রন্থে নারীর মর্যাদা সম্পর্কে প্রথম বিভাগে ৬টি অধ্যায় আলোচনা করেছি, ইসলামে নারীর ব্যক্তিগত, পারিবারিক, দাম্পত্য এবং তালাক পরবর্তী যাবতীয় অধিকার থেকে শুরু করে একজন নারীর মৃত্যু পরবর্তী যাবতীয় মর্যাদা সম্পর্কে প্রথম ভাগে ৬টি অধ্যায় আলোচনা করা হয়েছে।
প্রত্যেকটি পরিচ্ছদ আমি কুরআন সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আশাবাদী পাঠকবৃন্দ বইটি পড়ার আগে সূচিপত্রটি পড়ে নিবেন। এ গ্রন্থের দ্বিতীয় বিভাগ হলো নারীদের পর্দা সম্পর্কে, সেখানেও অনেকগুলো পরিচ্ছদে বিন্যস্ত করেছি