সমন্বয় প্রকাশন
Showing the single result
Showing the single result
আমাদের সম্পর্কে কিছু কথা
এটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও ইসলামী সেবা মূলক ওয়েবসাইট। এটি সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জা’মাত এর আকিদা অনুস্মরণে পরিচালিত । আমরা এখানে আমাদের আমিত্ব প্রচার করি না আর এটা করাও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন “ইসলাম” এর সঠিক ও সত্য তথ্য সকলের নিকট তুলে ধরা। আমরা এটাও বলতে চাই যে ইসলাম কোন সন্ত্রাসবাদী ধর্ম নয় যে বা যাহারা ইসলামকে ব্যবহার করে যে কোন প্রকার সন্ত্রাস ও বিশৃঙ্খলমুলক কর্মকান্ড পরিচালনা করে তার সাথে ইসলামের কোন ভাবেই কোন সর্ম্পক নাই এবং কোন কালেও ছিলনা এবং কখনো থাকার প্রয়োজন ও নেই । ইসলাম মহান আল্লাহ মনোনীত একমাত্র এবং পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে কোন কিছুরই আর কারো কাছ থেকে গ্রহণ করার প্রয়োজন বা গ্রহণযোগ্যতা নাই। আমিন।
ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা
আমরা (সুন্নিবাংলা.কম) এর পক্ষ থেকে সকল লেখক, প্রকাশক, প্রকাশনী, সম্পাদক সহ অত্র সাইটে প্রচারিত সকল কিতাব/ বই এর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত রয়েছে তাদের সকলে প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে সহস্র সালাম, ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি । এছাড়াও যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কিতাব বা বই প্রদান করে অথবা স্ক্যান করে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এছাড়া ও আমাদের সকল সুভাকাঙ্খী, বন্ধু মহল সহ নাম না জানা অসংখ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা, অর্থ সাহায্য, টেকনিক্যাল সাপোর্ট, আইনগত সহায়তা সহ বিভিন্নভাবে সহায়তা ও সহযোগিতা করেছেন তাদের সকলকে আমাদের পক্ষথেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । এছাড়া আমাদের সাইট ডেভোলোপার, হোস্টিং প্রভাইডার সহ সকল টেকনিক্যাল টিমের প্রতি ও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ । আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য আশা করি সব সময় আপনাদের একান্ত সহযোগিতা পেয়ে আমরা আরও অনেকদুর এগিয়ে যাব । আল্লাহ হাফেজ ।